কাশ্মীরের জন্য শেষ পর্যন্ত লড়াই করবে পাকিস্তান

ই-বার্তা ডেস্ক।।  এক্সপ্রেস ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে, কাশ্মীর থেকে ভারতীয় বাহিনীর প্রত্যাহার চেয়ে সর্বশেষ সেনা ও বুলেটটি থাকা পর্যন্ত বিরোধপূর্ণ অঞ্চলটির জন্য লড়াই করবে পাকিস্তান।  

কাশ্মীর বিষয়ক বিশেষ কমিটির সঙ্গে বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশি বলেন, সর্বোচ্চ পেশাদার সেনাবাহিনী সঙ্গে নিয়ে ভারতীয় পরিকল্পনা মোকাবেলা করতে পাকিস্তানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

সঙ্গে থাকা দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ভারত অধিকৃত কাশ্মীরের জন্য পাকিস্তানের সেনাবাহিনী শেষ সৈনিক ও শেষ বুলেটটি পর্যন্ত লড়াই করে যাবে।

ভারতের উচিত আজাদ জম্মু ও কাশ্মীরের কথা ভুলে যাওয়া এবং অধিকৃত কাশ্মীরে অবৈধ দখলদারিত্বের অবসান ঘটানো। ভারতীয় যেকোনো হামলা থেকে দেশকে সুরক্ষা দিতে পাকিস্তানি সেনাবাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। 

এদিকে ভারত পরমাণু যুদ্ধ বাধিয়ে বসতে পারে বলে বিশ্বকে সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিষয়টিকে আমলে নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু