কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নড়বড়ে, এর পরিবর্তন দরকারঃ অ্যাঞ্জেলা মার্কেল

ই-বার্তা ডেস্ক।।  কাশ্মীরের বর্তমান পরিস্থিতি টেকসই নয় এবং অবশ্যই এর পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।  তিনি সাংবাদিদের কাছে দিল্লির বায়ু দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।  

ভারত সফররত জার্মান চ্যান্সেলর মার্কেলের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ দ্বিপাক্ষিক বৈঠকের পরে এক বিস্তারিত যৌথ বিবৃতি প্রকাশ করে দুই দেশ।

দুই রাষ্ট্রনেতা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, বাণিজ্যিক ও কৌশলগত, দু’টি ক্ষেত্রেই সমন্বয় গভীর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এমনকি পাকিস্তানের নাম না করে আন্তঃসীমান্ত সন্ত্রাসের নিন্দা করেছেন মোদি ও মার্কেল।

কিন্তু কূটনৈতিক মৈত্রীর এই তুঙ্গ মুহূর্ত তৈরি হওয়ার পরেই এদিন রাতে তার সঙ্গে আসা বিদেশি সাংবাদিকদের ম্যার্কেল বলেন, কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত নড়বড়ে।  সেখানকার উন্নতি প্রয়োজন।  

কাশ্মীর ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়’ তা স্বীকার করে জার্মান চ্যান্সেলর বলেন, আমি প্রধানমন্ত্রী মোদিকে জিজ্ঞাসা করব,  সেখানে শান্তি ফেরাতে কী পদক্ষেপ নিয়েছেন তিনি।  

ই-বার্তা/সালাউদ্দিন সাজু