কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে না দিলে কোনো আপোস নয়ঃ ইমরান

ই-বার্তা ডেস্ক।।  কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কোন আলোচনায় বসবে না পাকিস্তান। বুধবার পাক-আফগান সীমান্তে বাণিজ্যিক ট্রানজিটের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  

তিনি বলেন, এটা ভারতের দুর্ভাগ্য যে, সে এখন কট্টর ও বর্ণবাদী হিন্দুদের দ্বারা শাসিত হচ্ছে। একজন কট্টরপন্থীর পক্ষেই সম্ভব একটি অঞ্চলে ৪৫ দিন ধরে কারফিউ বহাল রাখা।  

ভারতের আরএসএস এর মতবাদের কড়া সমালোচনা করে ইমরান বলেন, ‘আরএসএস ভারতীয়দের মধ্যে মুসলিম ও পাকিস্তানিদের জন্য বিদ্বেষ তৈরি করছে। এটাই তাদের নীতি। তাই কাশ্মীর থেকে কারফিউ পুরোপুরি না উঠিয়ে নিলে এবং তার বিশেষ মর্যাদা তাকে ফিরিয়ে না দিলে ভারতের সঙ্গে কোন আপোস নয়।’

এ মাসের শেষ দিকে হতে যাওয়া জাতিসংঘ সাধারণ সভার ৭৪তম সেশনে এসব দাবি তুলবেন বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ইমরান বলেন, ‘যদি কোন পাকিস্তানি ভারতশাসিত কাশ্মীরে গিয়ে জিহাদে অংশ নিতে চান, তবে তিনি বা তারা কাশ্মীরের মজলুম জনগণের প্রতি চরম অন্যায় করবেন। তাদের এধরনের কর্মকাণ্ড কাশ্মীরিদের প্রতি অন্যদের মনে বিদ্বেষ তৈরি করবে।’ 

তিনি আরও বলেন, ‘ভারত সরকার নিজে জম্মু ও কাশ্মীরে ৯ লাখ সেনা মোতায়েন করে রেখে বারবার কাশ্মীরে অস্থিরতার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে। যদি কেউ এখান (পাকিস্তান) থেকে সেখানে যায় তবে তারা সীমান্ত-সন্ত্রাস ও ভারতে জঙ্গি অনুপ্রবেশের জন্য আবারও পাকিস্তানকে দায়ী করার সুযোগ তৈরি করে দেবে। ভারতের মিথ্যা অভিযোগের কারণে পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে ছিলো। কিন্তু ভারত এখন আটকে গেছে। পুরো বিশ্ব দেখছে, তারা কাশ্মীরে কি চালাচ্ছে।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু