কাশ্মীরে তুষারধসে চার ভারতীয় সেনাসহ ৬ জন নিহত

ই-বার্তা ডেস্ক।।  ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সিয়াচেনে তুষারধসে চার ভারতীয় সেনাসহ ছয়জন নিহত হয়েছেন।   

হিমালয় পর্বতমালায় ভূমি থেকে ১৯ হাজার ফুট উঁচুতে একটি টহলচৌকিতে জমাটবাঁধা তুষার আঘাত করলে আট সদস্যের টহল দলের সাতজন তুষারের নিচে চাপা পড়েন।  খবর পেয়ে উদ্ধারকর্মীরা তাদের তুষারের ভেতর থেকে বের করে আনেন। গুরুতর আহতাবস্থায় তাদের হেলিকপ্টারে করে নিকটস্থ সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রচণ্ড ঠাণ্ডায় হাইপোথেমিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছয়জন মারা যান।

একাধিক বৈঠকের পরও সিয়াচেন হিমবাহ থেকে সৈন্য সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে ভারত ও পাকিস্তান। বিশ্বের সবচেয়ে উচ্চতায় অবস্থিত যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত এই সিয়াচেন।

ভারত ১৯৮৪ সালে এই হিমবাহের দখল নেয়। এর পর থেকে যুদ্ধের চেয়ে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে বেশি সেনা নিহত হয় তাদের। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সিয়াচেনের একটি সামরিকঘাঁটিতে তুষারধসে ১০ ভারতীয় সেনা নিহত হন। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু