কাশ্মীরে পাঁচ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার দাবি করেছে ভারত

ই-বার্তা ডেস্ক।।  ভারতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, কাশ্মীরের পাঁচ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে তারা। আরব নিউজের খবর অনুযায়ী, বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধের মাঝে পড়ে এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

কাশ্মীরের উত্তর বানদিপোড়া জেলায় এমন ঘটনা ঘটেছে। এছাড়া পশ্চিমাঞ্চলীয় বারামুল্লা জেলায় অভিযানের সময় আরও দুই বিদ্রোহী নিহত হন।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া বলেন, বন্দুকযুদ্ধ হওয়ার পর ১২ বছর বয়সী একটি শিশু ও দুই বিদ্রোহীর মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সোপোর এলাকায় বিদ্রোহীদের গ্রেনেড হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান