কাশ্মীরে ফের গুলি করে হত্যা, কারফিউ জারি

ই-বার্তা ডেস্ক।।  ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ৪০ বছর বয়সী এক মুসলিম গ্রামবাসীকে গুলি করে হত্যা করল গো-রক্ষকরা।  এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাজ্যের ভাদেরওয়াহ এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।                                                              

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বুধবার রাতে ভাদেরওয়াহের বাসিন্দা নাইম খানকে অজ্ঞাত কিছু ব্যক্তি গুলি করে হত্যা করে।  পরিবারের দাবি, স্বঘোষিত গোরক্ষকদের হাতে খুন হয়েছেন তিনি। 

এ ঘটনার প্রতিক্রিয়ায় জম্মু-কাশ্মীরজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়।  ভাদেরওয়াহ থানায় হামলা চালায় বিক্ষোভকারীরা।  প্রায় ছ’টি গাড়ি ভাঙচুর করা হয়, পুড়িয়ে দেওয়া হয় একটি গাড়ি।  লাঠি হামলা ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

পুলিশের ডেপুটি কমিশনার ডিএস দত্তাত্রেয় জানিয়েছেন, ভাদেরওয়াহ জুড়ে কারফিউ জারি করা হয়েছে।  পুলিশের পাশাপাশি মোতায়েন হয়েছে আধাসামরিক বাহিনী। 

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, বিষয়টা এখনও স্পষ্ট নয়।  নিহত ব্যক্তি গরুপাচারের সঙ্গে থাকায় তাকে হত্যা করা হয়েছে, এমন কোনো যোগসূত্র এখনো পাওয়া যায়নি।  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু