কাশ্মীর নিয়ে ভারতকে সতর্ক করলো পাকিস্তান

ই-বার্তা ডেস্ক।।  কাশ্মীর নিয়ে আবারও উত্তেজনা শুরু হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতকে হুশিয়ারি করে দিয়েছে পাকিস্তান।  

ভারতের সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করায় ‘বিশেষ মর্যাদা’ হারিয়ে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে, ভারতের এই পদক্ষেপ ‘অবৈধ’ এবং ‘একতরফা’।

পাকিস্তান জানায়, দিল্লি একতরফা ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। জম্মু-কাশ্মীর আন্তর্জাতিক ভাবে ‘বিতর্কিত’ ভূখণ্ড। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবেও তা উল্লেখ রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এনিয়ে বলেন, কাশ্মীরের মানুষ এবং পাকিস্তান কোনওভাবে এই সিধান্ত মেনে নেবে না। ভারতের অবৈধ সিদ্ধান্তে আঞ্চলিক শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নষ্ট হবে বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। 

পাকিস্তানের দাবি, ভারতের এই পদক্ষেপ মোকাবিলা সব রকমভাবে ব্যবস্থা করবে তারা। কাশ্মীরের মানুষের কোনো ক্ষতি হলে তার কঠোর জাবাব দেওয়ারও হুমকি দেয় দেশটি।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু