কাশ্মীর সংকট সমাধানে মোদিকে কার্যকর পদক্ষেপ নিতে বললেন রুহানি

ই-বার্তা ডেস্ক।।  নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে কাশ্মীর সমস্যার সমাধান করতে বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। 

কাশ্মীরবাসীর সমস্যা সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।  

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, জাতিসংঘের ৭৪তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়েও কথা বলেন হাসান রুহানি। 

ইরানের প্রেসিডেন্ট জ্বালানী সহযোগিতা অব্যাহত রাখা এবং ইরানের চাবাহার সমুদ্রবন্দর উন্নয়নে পুঁজি বিনিয়োগের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চাবাহার বন্দরের মাধ্যমে ভারত, ইরান ও আফগানিস্তান তিন দেশই লাভবান হচ্ছে এবং ভবিষ্যত প্রজন্মগুলো এর সুফল আরো বেশি ভোগ করতে পারবে।

রুহানির সঙ্গে সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী তার সর্বশেষ তেহরান সফরের কথা স্মরণ করে বলেন, ইরানকে তিনি তার নিজের দেশের মতোই ভালোবাসেন। জাতিসংঘের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা ছাড়া অন্য কোনো দেশের এককভাবে আরোপিত নিষেধাজ্ঞা ভারত  মানে না বলেও দাবি করেন মোদি।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু