কাশ্মীর সংঘাতের জন্য ব্রিটেনকে দায়ী করলো ইরান

ই-বার্তা ডেস্ক।।  কাশ্মীর পরিস্থিতির জন্য ব্রিটেনকে দায়ী করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন, কাশ্মীরে সংঘাত জিইয়ে রাখতেই ব্রিটেন এ ধরনের পদক্ষেপ নিয়েছিল।  

বুধবার ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

আয়াতুল্লাহ খামেনি দাবি করেন, ভারত উপমহাদেশ থেকে চলে যাওয়ার সময় ব্রিটেন যে শয়তানিসুলভ পদক্ষেপ নিয়েছিল তার ফলে আজ কাশ্মীর সংকট সৃষ্টি হয়েছে। 

তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তবে ভারতের কাছে আমাদের প্রত্যাশা থাকবে কাশ্মীরের সভ্য ও ভদ্র জনগণের বিষয়ে তারা ন্যায় নীতি গ্রহণ করবে। মুসলমানদের ওপর কোনও ধরণের অত্যাচার করবে না। 

শত্রুপক্ষ ইরানের কোনও ক্ষতি করতে পারবে না উল্লেখ করে খামেনি বলেন, বিপ্লবের ৪০ বছর পার হয়েছে। আগামী ৪০ বছর আমাদের জন্য আরও ভালো হবে। কিন্তু শত্রুদের জন্য খারাপ হবে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু