কিছুদিনের মধ্যে ভিক্ষুক মুক্ত হবে বাংলাদেশ : সমাজকল্যাণ মন্ত্রী

ই-বার্তা ডেস্ক ।।।  কিছুদিনের মধ্যেই বাংলাদেশ ভিক্ষুক মুক্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ

তুরস্কের পরিবার ও সমাজ পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে দেশটির রাজধানী আঙ্কারায় যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।  আঙ্কারায় অবস্থিত বাংলাদেশি রাষ্ট্রদূতের বাসভবনে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির পক্ষ থেকে তার সাক্ষাৎকার নেওয়া হয় ।  এ সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পরে আমরা সমাজ কল্যাণ মন্ত্রনালয় থেকে আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিশুদের, সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, ক্যানসের, কিডনি, লিভার, সিরোসিস, প্যারালাইসিসসহ আরও অনেক জটিল রোগীদের জন্য আমরা এককালীন দিচ্ছি।

মন্ত্রি বলেন , আমরা ধাপে ধাপে বয়স্ক ভাতা বৃদ্ধি করবো। প্রতিটি বয়স্ক মানুষ যেন এই সুবিধা থেকে উপকৃত হতে পারে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সে ব্যাবস্থা নিশ্চিত করবো।আগামী বাজেটে ভাতার পরিমাণ আরও বাড়াবো। প্রতিবন্ধীদের, বিধবাদের জন্যও আগামী বাজেটে আমরা ভাতার পরিমাণ বৃদ্ধি করবো।  ইনশাল্লাহ, এভাবেই সমাজের, পিছিয়ে পড়া, পশ্চাৎপদ, অবহেলিত, উপেক্ষিত মানুষের কল্যাণে কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভিক্ষুকদেরকে বিনামূল্যে ঘর করে অবস্থানের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।  এছাড়াও ভিক্ষুক মুক্তির জন্য আমরা সমাজ কল্যাণ মন্ত্রনালয় থেকে ভিক্ষুকদেরকে টাকা দিয়েছি।  বেশ কয়েকটি জেলা আমরা ভিক্ষুক মুক্ত ঘোষনা করেছি।  আগামী কিছুদিনের মধ্যেই আমরা ৬৪টি জেলা আমরা ভিক্ষুক মুক্ত করতে পারবো বলে আমি আশা করি।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আরও বলেন, আমি মনে করি বাংলাদেশ, আমরা এখন আর পিছিয়ে নেই।  সমাজের, পিছিয়ে পড়া, পশ্চাৎপদ, অবহেলিত, উপেক্ষিত, বঞ্চিত মানুষের কল্যাণের জন্য আমরা অনেক এগিয়ে গেছি।  মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই নতুন সরকার আগামী দিনে যাতে গ্রামের এই দুস্থ অসহায় পঙ্গু মানুষদের কল্যাণের জন্য সবকিছুই করা হবে।

ই-বার্তা / শাহাদাত ছৈয়াল