কিশোর আলোর সাথে ডিআইএমএফএফের আলোচনা সভা অনুষ্ঠিত

ই-বার্তা ডেস্ক ।।  ‘ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভাল’ ও জাতীয় দৈনিক প্রথম আলোর সাপ্তাহিকী কিশোর আলো পত্রিকার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে  প্রথম আলো’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার লক্ষ্য ছিল স্কুল ও কলেজ শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণের জন্য উদ্বুদ্ধ করা। আগ্রহী শিক্ষার্থীদের কাছে ডিআইএমএফএফ এর উদ্দেশ্য পৌঁছে দেওয়া।

 

এছাড়াও, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর শিক্ষানবিশ প্রোগ্রাম ‘সিনেমাস্কোপ’ এর আয়োজনে পঞ্চমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া “ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভাল ২০১৯”   এর বিস্তারিত তুলে ধরা।

নির্মাতারা এই বছর থেকে মোট যে তিনটি বিভাগে তাদের শর্টফিল্ম গুলো জমা দিতে পারবেন, সেগুলো হল-

 

১।প্রদর্শনী বিভাগ (সকলের জন্য উন্মুক্ত)

২।প্রতিযোগিতা বিভাগ (শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য)

৩।১ মিনিট দৈর্ঘ্যের ফিল্ম (প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য), যা এই বছর প্রথমবারের মত সংযোজন করা হয়েছে।

 

ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভাল ২০১৯ এর আসর বসছে আগামী বছরের ১৫-১৬ ফেব্রুয়ারী। আগ্রহী নির্মাতাদের মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা শর্টফিল্ম গুলো জমা দেওয়ার শেষ সময় আগামী ১৬ সেপ্টেম্বর, ২০১৮।

 

কিশোর আলোর ‘ফিল্ম ও ফটোগ্রাফি ক্লাব’ডিআইএমএফএফের  উদ্যোক্তা বৃন্দ এবং ফিল্ম ও ফটোগ্রাফি নিয়ে আগ্রহী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সভায় উপস্থিত ছিলেন।

 

 

 

ই-বার্তা / এস এস