কুমিল্লায় শিবির-পুলিশ সংঘর্ষ, এসআইসহ আহত ৫

ই- বার্তা ডেস্ক।।   কুমিল্লার বুড়িচংয়ে শিবিরের সঙ্গে সংঘর্ষে পুলিশের এএসআইসহ ৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে উপজেলার ভারেল্লা এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ সময় বায়েজীদ নামে এক শিবির কর্মীকে গুরুতর আহত অবস্থায় আটক করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিষয়ে বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, শুক্রবার উপজেলার ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার পেছনে একটি টিনশেড ঘরে জামায়াত-শিবিরের বৈঠকে নাশকতার পরিকল্পনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়তে থাকে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে থানার এএসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল মাহাবুব এবং শিবিরের সাথী বায়েজীদসহ ৪ জন আহত হয়।

আহত এএসআই দেলোয়ার হোসেনকে স্থানীয় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে, কনস্টেবল মাহাবুবকে কুমিল্লা সদর হাসপাতালে ও আটক শিবিরের সাথী বায়জীদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থল থেকে ককটেল, ইসলামী বই ও লিফলেট উদ্ধার করেছে।