কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ই-বার্তা ডেস্ক।।  কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এএসআই আকতার হোসেনসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- কুমিল্লা জেলার বরুড়া থানার ছোট বাতুয়া গ্রামের দুলা মিয়ার ছেলে এএসআই আকতার হোসেন (৪২), কভার্ডভ্যানের হেলপার লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নন্দীগ্রামের ইসমাইল হোসেন বাবুলের ছেলে মো. সুমন (২৬) ও নোয়াখালীর সেনবাগ থানার নিজ সেনবাগ গ্রামের ছালেহ আহমদের ছেলে মো. ফাহাদ (২৬)।

এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আবুল কালাম আজাদ বলেন, সোমবার ভোর সোয়া পাঁচটায় সৈয়দপুর এলাকায় চট্টগ্রামমুখী কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে হাইওয়ে পুলিশের এএসআই আকতার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে। যানজট ঠেকাতে তাৎক্ষণিক দুর্ঘটনা কবলিত কভার্ডভ্যানটি সরাতে রেকারের মাধ্যমে কাজ শুরু করে। এ সময় অজ্ঞাতনামা দ্রুতগামী অপর একটি কভার্ডভ্যান ওই কভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়।

ধাক্কায় দুর্ঘটনা কবলিত কভার্ডভ্যান রেকারকে, রেকার সামনে থাকা পুলিশ পিকআপকে, পিকআপ সামনে দাঁড়ানো এএসআই আকতার হোসেনকে চাপা দিয়ে আরেকটি কভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এএসআই আকতার হোসেন, প্রথম কভার্ডভ্যানের হেলপার সুমন নিহত ও অন্য গাড়ির হেলপার ফাহাদ, রেকার চালক স্বপন ও তার ভাই হেলপার মামুনসহ পাঁচজন আহত হন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে হেলপার ফাহাদের মৃত্যু হয়।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু