কুষ্টিয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় ছেলের কারাদণ্ড

ই- বার্তা ডেস্ক।।   কুষ্টিয়ার ভেড়ামারায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত মজনু (৬০) নামে একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালুর মোড় এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ এই আদেশ দেন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানিয়েছেন, চাঁদগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালুর মোড় এলাকার বাসিন্দা মজনুর মা শনিবার বিকাল বেলা মেয়ের (মজনুর বোন) বাড়ি থেকে ছেলের বাসায় থাকতে চাইলে ছেলে (মজনু) বয়স্ক মাকে বাড়ি থেকে বের করে দেয়। স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন।

পরে বিষয়টি জনতে পেরে উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় ইউপি সদস্যকে পাঠালে ও মজনু তার মাকে রাখতে দিতে অস্বীকার করে। এরপর রাত সাড়ে ৯টায় ভ্রাম্যমাণ আদালতে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।