কুয়েটে ভর্তি পরীক্ষা শুক্রবার : প্রতি আসনে লড়বে ১২ জন

ই- বার্তা ডেস্ক।।   ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবার মোট ১০৬৫ আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ১২৩৪৮ জন।

আগামী শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুয়েটসহ খুলনা মহানগরীর ৫টি প্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র নির্ধারিত করা হয়েছে।

এবারের ভর্তি পরীক্ষার সিট বণ্টন হচ্ছে- কুয়েট ক্যাম্পাস (১৩০৬৭-২১৩৫৪), টিচার্স ট্রনিং (টিটি) কলেজ (২১৩৫৫-২২১১৪), এইচএসটিটিআই (২২১১৫-২২৩৪৮), বয়রা এলাকার খুলনা সরকারি মহিলা কলজ (১০০০১-১১৮৬০) ও সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (১১৮৬১-১৩০৬৬)।

কুয়েটে জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার ঢাকা ট্রিবিউন’কে জানান, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়ামেডিকল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী এবং চট্টগ্রাম বিভাগর পার্বত্য জেলার অধিবাসীদর জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে ১০৬৫ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী, ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সহায়তার আহ্বান জানিয়েছেন।