কেউ অবহেলিত থাকবে না, সবাই সমান সুযোগ পাবেঃ প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  বৃহস্পতিবার উচ্চশিক্ষায় অধ্যয়নরত সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫শ’ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যেন অবহেলিত না থাকে, সবাই যাতে সমান সুযোগ পায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নত করার জন্য কাজ করছে সরকার।  এ লক্ষ্যে ২ কোটি চার লাখ শিক্ষার্থীকে প্রধনমন্ত্রীর কার্যালয়ের শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড থেকে বৃত্তি প্রদান করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পেশাগত উন্নয়নে যাতে নৃ-গোষ্ঠীরা কাজ করতে পারে সে লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

তিনি বলেন, সমাজিক-সাংস্কৃতিক শিক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যেন সকল গোষ্ঠী কাজের সমান সুযোগ পায়।  কেউ যাতে পিছিয়ে না থাকে। 

শেখ হাসিনা বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে।  কেউ ক্ষুদ্র নয়।  ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলের সমান অধিকার আমরা নিশ্চিত করবো।  দেশ আমাদের এ কথা সবাই মনে রেখে যার যার ক্ষেত্রে সবাই কাজ করে যাব।’

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু