কেউ ভোট ডাকাতি করতে আসলে হাত কেটে দেবেন: রব

ই- বার্তা ।। সিটি নির্বাচনে নাগরিকদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। কেউ ভোট ডাকাতি করতে আসলে হাত কেটে দেবেন বলেও জনহণের প্রতি আহ্বান জানান তিনি।

আজ সোমবার দুপুরে রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগে অংশ নিয়ে আ স ম রব এসব কথা বলেন। রব বলেন, ১ তারিখে ভোটের লড়াই হবে, ভোটের যুদ্ধ হবে। যারা ভোট ডাকাতি করতে আসবে তাদের প্রতিহত করবেন।

যদি ১ তারিখে ভোট হয়, আপনারা যদি ভোট দিতে পারেন, তাবিথ আউয়াল নির্বাচিত হবে। তিনি বলেন, এবার আপনাদের ভোট দিতে আসতেই হবে। আপনার ভোটাধিকার আপনাকেই রক্ষা করতে হবে। আর কেউ ভোট ডাকাতি করতে আসলে হাত কেটে দেবেন।

নাগরিকদের সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের মুক্তি হবে উল্লেখ করে জেএসডি সভাপতি আরও বলেন, ১ তারিখের লড়াই গণতন্ত্রের লড়াই।

আপনাদের একটা ভোট খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য, হাজার হাজার কর্মীকে জেল থেকে মুক্ত করার জন্য, লাখ লাখ মামলা প্রত্যাহারে সহযোগিতা করবে। ১ তারিখে আসবেন, ভোট দেবেন।