কেনিয়ায় ভয়াবাহ বন্যা ও ভূমিধসে ১২০ জনের মৃত্যু

ই-বার্তা ডেস্ক।।  আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ কেনিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসের কারণে নারী ও শিশুসহ অন্তত ১২০ জনের প্রাণহানি হয়েছে।  এতে গৃহহীন হয়েছেন ১৮ হাজারেরও বেশি লোক।   

শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ দেশটিতে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রসের পাঠানো তথ্যের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

যেখানে বলা হয়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত থেকে পোকোট কাউন্টিতে হওয়া বন্যা-ভূমিধসের কারণে অন্তত শতাধিক লোকের প্রাণহানি হয়েছে। যদিও উদ্ধারকর্মীদের দাবি, ভয়াবহ এই দুর্যোগের কারণে এরই মধ্যে অনেক লোক নিখোঁজ রয়েছেন। তাই প্রকৃত প্রাণহানির সংখ্যা সামনে আরও বাড়তে পারে।

রেডক্রসের তথ্য মতে, অসময়ের বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় ভেঙে পড়েছে দেশটির পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। যে কারণে দুর্গত পরিবারগুলোর কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না। 

তাছাড়া দ্রুত পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। চলমান সংকটময় পরিস্থিতিতে অতিরিক্ত সর্তকতা গ্রহণের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু