‘কেন টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না’

ই-বার্তা ডেস্ক।।  সরকারের কাছে প্রশ্ন রেখে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘টাকা পাচারকারীরা দেশের শত্রু। কেন টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না?’ 

গতকাল সোমবার দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মীসভা ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন ড. কামাল হোসেন। 

ড. কামাল বলেন, ‘টাকা পাচারকারীরা কি দেশপ্রেমিক যে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? যারা টাকা পাচার করে তারা রাষ্ট্রীয় ক্ষমতার সাথে সম্পৃক্ত।  তা না হলে এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা ঠিকই নেওয়া হতো।  কেননা সরকার এ ব্যাপারে কোনো সঙ্গত কারণ দেখাতে পারেনি।’

তিনি  বলেন, ‘কথায় কথায় উন্নয়নের ফিরিস্থি তোলা হচ্ছে। অথচ কৃষক তার ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না।  পাচ্ছে না গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য মুজুরি।  অথচ দেশের টাকা বাইরে পাচার করে করে দেওয়া হচ্ছে।  উন্নয়নের নামে টাকা পাচার করাকে উন্নয়ন বলা যায় না।’

গণফোরাম সভাপতি বলেন, ‘যারা টাকা পাচার করে তাদের কীভাবে মূল্যায়ন করা হবে?’ তিনি বলেন, ‘আসুন সবাই মিলে বলি কারা জনগণের টাকা পাচার করে।  টাকা পাচারবারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণকে ঐকবদ্ধ হতে হবে। সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।  চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে কারা টাকা পাচার করছে।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু