কোটি টাকা মূল্যের জমি দান করলেন মুহিত

ই-বার্তা ডেস্ক।।  সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সড়ক প্রশস্তকরণের জন্য প্রায় কোটি টাকা মূল্যের জমি ছেড়ে দিয়েছেন।

সাবেক অর্থমন্ত্রী ও তার পরিবার নগরীর ধোপাদিঘীর পাড়ে অবস্থিত পারিবারিক বাসভবন হাফিজ কমপ্লেক্সের পাশের সড়ক প্রশস্ত করতে এ জমি দান করেছেন ।

গত সোমবার বিকেলে জমি দানের পর হাফিজ কমপ্লেক্সের সামনের দেয়াল ভাঙার কাজ শুরু করে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। তবে এর আগে শনিবার সড়ক প্রশস্তকরণের জন্য ভূমি ছেড়ে দেয়ার অনুরোধ করতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী হাফিজ কমপ্লেক্সে যান। সেখানে গিয়ে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে বিষয়টি জানালে জনস্বার্থে সড়কের জন্য ভূমি ছেড়ে দিতে রাজি হন তারা।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এ ব্যাপারে বলেন, জনগণের স্বার্থে সাবেক অর্থমন্ত্রীর এমন দানের ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকবে।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম