কোন দল নির্বাচন না করতে চাইলে ধরে বেঁধে আনার সুযোগ নেইঃ শিক্ষামন্ত্রী

ই-বার্তা ডেস্ক ।। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা চাই আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। তবে কোনও দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অংশ গ্রহণ না করলে তাদের ধরে বেঁধে নিয়ে আসার সুযোগ নেই।’

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, নির্বাচন সঠিকভাবে হলে বাংলাদেশের মানুষ সবসময় উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। বড় দুই-একটি দল যদি যৌক্তিক কারণ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে, তবে জনগণ তাদের মতামতকে খুব একটা প্রাধান্য দেয় না। অতীতে আমরা তা দেখেছি। অতীতে দুই দুইটি বড় দল নির্বাচনে অংশ নেয়নি, তবুও ভালো নির্বাচন হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশাকরি, আগামী নির্বাচনে যোগ্য সব দল নির্বাচনে অংশগ্রহণ নেবে এবং ভালো নির্বাচন হবে। সকল ব্যবস্থা থাকার পরও যদি কেউ নির্বাচনে অংশ না নেয়, সেটা তাদের রাজনৈতিক অধিকার। তবে আমরা সবসময়ই চাই সকলের অংশগ্রহণে নির্বাচন হোক। কিন্তু কেউ যদি শুধুমাত্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তাদের তো আমাদের ধরেবেঁধে নিয়ে আসার কোনও সুযোগ নেই।

এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।