কোভিড-১৯  ভ্যাকসিনের বিনামূল্যে নিবন্ধন সেবা চালু করেছে আদাবর থানা ছাত্রলীগ

ই-বার্তা ।।  ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়ের নির্দেশনায় কোভিড-১৯  ভ্যাকসিনের বিনামূল্যে  নিবন্ধন সেবা চালু করেছে আদাবর থানা ছাত্রলীগ।

“দেশ বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে সরকার পরিবার বাচাতে টিকা নেওয়ার দায়িত্ব আপনার”এই স্লোগান কে সামনে রেখে সকলকে করোনা ভ্যাকসিন গ্রহনে আগ্রহী করে তুলতে এবং সাধারণ জনগণকে সচেতন করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেছে আদাবর থানা ছাত্রলীগ৷

আদাবর থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান রুবেলের নেতৃত্বে উক্ত থানার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ বুথে ফ্রী রেজিস্ট্রেশন সেবা চালু করা হয়েছে।  ভ্রাম্যমাণ বুথে সবসময় দেখাশুনা করছেন ১০০ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মাহিন, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত শাওন ও সহ- সভাপতি নয়ন খান, ৩০ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মিরাজ হাসান ও সাধারণ সম্পাদক সৈয়দ ওয়ালিউল্লাহ তকি এবং ৩০ ও ১০০ নং ওয়ার্ড ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।

আদাবর থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণের জন্য সাধারণ মানুষের সাহায্য করতে কোভিড-১৯ ভ্যাকসিনের রেজিস্ট্রেশন সেবা চালু করেছি। 

মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় সংবাদ মাধ্যমকে বলেন,  এই ক্যাম্পিং এর মাধ্যমে কোভিড-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন সেবা চালু এবং সাধারণ জনগণকে কোভিড-১৯ ভ্যাকসিন টিকা নিতে উৎসাহিত করছি যাতে করে কোন খরচ সাড়া সহজে সবাই রেজিস্ট্রেশন করতে পারে এবং টিকা গ্রহণ করতে পারে।