কোহলির উপর নির্ভর করে বিশ্বকাপ জেতা যাবে নাঃ শচীন

ই-বার্তা ডেস্ক।।  সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির একার উপর নির্ভর করে বিশ্বকাপ জেতা যাবে না বলে মনে করেন লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার।  তিনি বলেন, বিশ্বকাপ জিততে হলে টিম ইন্ডিয়াকে দলীয় ভাবেই জ্বলে উঠতে হবে।  

শচীন বলেন, “একজন খেলোয়াড় কোনো টুর্নামেন্ট জেতাতে পারবে না। আমি মনে করি, সবসময় প্রতিটা ম্যাচে এমন কয়েকজন খেলোয়াড় থাকবে যারা জ্বলে উঠবে।  দলীয় প্রচেষ্টা ছাড়া আমি বেশি করতে পারবেন না।  কেবল একজন খেলোয়াড় দিয়ে আপনি বিশ্বকাপ জিততে পারবেন না।  গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে অন্যদেরকেও জ্বলে উঠতে হবে।  অন্যথায় এটা হতাশাজনক হবে।”

১৯৯৬-৯৯-২০০৩, তিনটে বিশ্বকাপে প্রায় একার কাঁধে টিমকে অনেকটাই টেনেছিলেন শচীন।  সেই অভিজ্ঞতা থেকেই শচীনের উপলব্ধি, বিরাটের উপর একা ভরসা করলে ভুল হবে।

বিশ্বকাপে ভারতের চার নম্বর পজিশন নিয়ে শচীন বলেন, “চার নম্বর নিছক একটা সংখ্যা।  আমার মনে হয়, চার নম্বর জায়গাটা নিয়ে কোনও সমস্যা নেই।  আমাদের হাতে অনেক ব্যাটসম্যান রয়েছে।  আমাদের ছেলেরা এত ক্রিকেট খেলেছে, ওরা জানে কার কী ভূমিকা।  সেটা চার নম্বর হোক, ছয় নম্বর হোক বা আট নম্বরই হোক।  পরিস্থিতি অনুযায়ী নম্বর ঠিক হয়।  সেটাই আসল।”

৩০ মে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু