ক্যরিয়ারের শেষ টেস্টে ইনজুরিতে মরকেল

ই-বার্তা।।  দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলছেন মরনে মরকেল। বিদায়ের মুহূর্তে চোটে পড়লেন এই ডান-হাতি পেসার।

জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের তৃতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতির ৪০ মিনিট আগে মাঠ ছাড়েন তিনি। এর আগে পচেফস্ট্র–মে চলতি গ্রীষ্মের প্রথম ম্যাচে ঠিক এ ধরনের চোটে পড়েছিলেন এই পেসার।

মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন ছয় সপ্তাহের জন্য। সব মিলিয়ে ঘরোয়া লিগে ফিরতে ফিরতে সেবার ১১ সপ্তাহ লেগে যায় মরকেলের।

চোট কাটিয়ে জাতীয় দলে ফেরার পর স্বপ্নের ফর্মে ছিলেন মরকেল। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে একাই নয় উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং।

মরকেল নিজেও এটাকে তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলেছিলেন। একই টেস্টে দক্ষিণ আফ্রিকার মাত্র পঞ্চম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

সুত্রঃ ক্রিকইনফো