ক্যালিফোর্নিয়ায় দাবানলকে ‘বড় বিপর্যয়’ ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার দাবানলকে ‘বড় বিপর্যয়’বলে ঘোষণা দিয়েছেন। -বিবিসি করোনা পরিস্থিতির মধ্যে দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া। ইতিমধ্যে দাবানলে অসংখ্য ঘরবাড়ি পুড়ে গেছে ও মূল্যবান বনসম্পদ ধ্বংস হয়ে গেছে।

ইতিমধ্যে প্রায় ১০ লাখ একর বনাঞ্চল পুড়ে গেছে। উত্তর ক্যালিফোর্নিয়ার বনাঞ্চলে ৫৮৫টি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ সানফ্রান্সিসকোর দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে। এর মধ্যে বেশ কয়েকটি জায়গায় দাবানলের পরিসর বড় আকার ধারণ করেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ১৪ হাজার দমকল কর্মী।দাবানলের শিকার হয়ে ছয়জন ব্যক্তি মারা গেছেন। হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

প্রবল বাতাসের কারণে জনবহুল এলাকায় আগুন ছড়িয়ে পারতে বলে আশঙ্কা করা হচ্ছে।দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাবানল মোকাবিলায় অভ্যস্ত অস্ট্রেলিয়া ও কানাডার কাছে সহায়তা চেয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম।

ক্যালিফোর্নিয়াকে বড় দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি।

এরপরেই এ দাবানলকে ‘বড় বিপর্যয়’ বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সেইসঙ্গে অঙ্গরাজ্যটিতে সহায়তার ছাড় দিয়েছেন তিনি।

চলতি সপ্তাহের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গত তিন দিনে সেখানে প্রায় ১১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটে। আর এসব থেকেই দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।