ক্যাসিনো শামীমকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু

ই-বার্তা ডেস্ক।। ক্যাসিনোকাণ্ডে কারাবন্দি প্রভাবশালী ঠিকাদার জিকে শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আনা হয়েছে।

রোববার দুপুরের দিকে শামীমকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুদক কার্যালয়ে হাজির করে দুদকের একটি টিম। এছাড়া ক্যাসিনোকাণ্ডে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকেও আনা হচ্ছে বলে জানা গেছে। দুদকের দুটি টিম খালেদকে আনতে কাশিমপুর কারাগারে গেছে বলে জানা গেছে। ২৭ অক্টোবর শামীম ও খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।

খালেদকে ১৮ সেপ্টেম্বর ও শামীমকে ২০ সেপ্টেম্বর গ্রেফতার করে র‌্যাব। ২১ অক্টোবর তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন। তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। খালেদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।