ক্রসফায়ারের হুমকি দিয়ে টাকা আদায়, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

ই-বার্তা ডেস্ক  ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা আদায়ের অভিযোগে জয়দেবপুর থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।      

এছাড়াও জয়দেবপুর থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান এবং এসআই এনায়েত হোসেনকে (২) মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার জেলা পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

প্রত্যাহার করা সদস্যরা হলেন জয়দেবপুর থানার এসআই মো.খোরশেদ আলম মজুমদার, শিক্ষানবিশ উপ-উপরিদর্শক (পিএসআই) সামসুদ্দোহা এবং পুলিশ কনস্টেবল নূর আলম।

জানা যায়, গত ২০ এপ্রিল আশরাফুল আলম নামে এক ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে জোরপূর্বক আটক করে জয়দেবপুর থানায় নিয়ে আসে।  বৃদ্ধ মাতা বানেছা খাতুনকে (৬৫) থানায় এনে ৫ লাখ টাকা দাবি করে অন্যথায় ক্রসফায়ারে দেয়ার হুমকি দেয়া হয়।  বৃদ্ধ মাতা উপায়ন্তর না দেখে ছেলের প্রাণ বাঁচাতে আটকের পর দিন ২ লাখ টাকা অভিযুক্ত পুলিশ সদস্যদের দেন।  পরে ব্যবসায়ীকে ছেড়ে দেয় পুলিশ।

আশরাফুল সিরির চালা এলাকার হাজী সামসুদ্দিনের ছেলে।  তিনি ওই এলাকার আশরাফুল সুপার মার্কেটের মালিক।  ছাড়া পেয়ে তিনি জানতে পারেন তার মা তাকে ২ লাখ টাকার বিনিময়ে জয়দেবপুর থানা থেকে ছাড়িয়ে এনেছেন।  

এর পর গত ২৩ এপ্রিল জেলা পুলিশ সুপারের কাছে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আশরাফুল আলম।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু