ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় জড়িতদের খুঁজছে তুর্কি গোয়েন্দারা

ই-বার্তা ডেস্ক।।   তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, ক্রাইস্টচার্চের ভয়াবহ এ হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি অত্যন্ত সুপরিকল্পিত হামলা। শুধু তাই নয় জানা গেছে,নিউজিল্যান্ডের মসজিদে হামলায় জড়িতদের খুঁজছে তুর্কি গোয়েন্দারা।

তিনি আরও বলেন, হামলাকারী দু’বার তুরস্ক এসে ৪৬ দিন অবস্থান করেছিল। তার আক্রমণের শিকার মুসলমানরা হলেও মূল টার্গেট তুরস্ক এবং ইউরোপে বসবাসকারী তুর্কি জনগোষ্ঠী। তুর্কি গোয়েন্দারা এ সন্ত্রাসীর সঙ্গে সম্পৃক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে। আশা করছি নিউজিল্যান্ড সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করবে।

উল্লেখ্য, সোমবার তুরস্কের চ্যানেল ৭ কে দেয়া এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান