ক্রাইস্টচার্চ হামলার স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ জাসিন্ডার

ই-বার্তা ডেস্ক।।  গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলায় প্রায় ৫০ জন নিহতের ঘটনায় বেশ নরেচরে বসেছে দেশটির সরকার।  এবার কিউই  প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। 

প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, নিউজিল্যান্ডের শীর্ষ স্থানীয় গোয়েন্দা সংস্থা ‘রয়্যাল কমিশন’ তদন্ত করে দেখবে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে কোন গাফিলতি ছিল কি না।  চাইলে তারা ওই ঘটনা রুখতে পারত কি না ইত্যাদি। 

জাসিন্ডা বলেন, ‘‘কীভাবে সন্ত্রাস হানা চলল এবং আমরা চাইলে তা আটকাতে পারতাম কি না, সেই সংক্রান্ত বিশদ রিপোর্ট দেবে ওরা।  একটা প্রশ্নের উত্তর তো চাই-ই, আমাদের কাছে আরও খবর থাকা উচিত ছিল কি না।’’

তিনি আরও জানান, আমি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছি অস্ত্র আইন সংস্কার করা হবে।  সেক্ষেত্রে সেমি অটোমেটিক অস্ত্র, অ্যাসল্ট রাইফেল ও উচ্চ-ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন নিষিদ্ধ ঘোষণা করা হবে।  জাসিন্ডা বলেন আগামী ১১ এপ্রিলের মধ্যে ওই নতুন আইন তৈরি করা হবে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু