ক্রাইস্টচার্চ হামলায় নিহত ৩ বাংলাদেশির জানাজা সম্পন্ন

ই-বার্তা ডেস্ক।।  গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকধারীর হামলায় নিহত তিন বাংলাদেশির জানাজা সম্পন্ন হয়েছে। তারা হলেন ওমর ফারুক, মোজাম্মেল হক ও জাকারিয়া ভুঁইয়া।  

এই তিন জনের লাশ দেশে নিয়ে ফিরিয়ে আনা হবে। জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে বাকি দু’জনের জানাজা।  জানাজা শেষে তাদের নিউজিল্যান্ডেই দাফন করা হবে।  ওই দুজন হলেন ড. আবদুস সামাদ ও হোসনে আরা।  জুমার নামাজের পর ক্রাইস্টচার্চে গণজানাজা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত হন ৫০ জন এবং আহত হয় কমপক্ষে ৪৯ জন।  কট্টর শ্বেতাঙ্গ বর্ণবাদী ২৮ বছরের ব্রেনটন টেরেন্ট এ হত্যাযজ্ঞ চালায়।  নিহতদের মধ্যে বাংলাদেশের রয়েছে ৫ জন।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু