ক্রাইস্টচার্চ হামলা সরাসরি প্রচারের জন্য ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা

ই-বার্তা ডেস্ক।।  গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসীর হামলা সরাসরি ফেসবুকে প্রচার করা এবং পরে ইউটিউবে ছড়িয়ে পড়ায় প্রতিষ্ঠান দুটির  বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের মুসলিম সংগঠন কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ।

ফ্রান্সের মুসলিম সংগঠনের এই মামলার বিষয়ে সমর্থন দিয়েছে নিউজিল্যান্ড মুসলিমদের একটি গ্রুপ।  

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে এক অস্ট্রেলিয়ান উগ্র বর্ণবাদী।  তার মাথায় থাকা হেলমেটে লাগানো ক্যামেরার মাধ্যমে তা সরাসরি ফেসবুকে প্রচার করে ওই সস্ত্রাসী।  পরে সেই ভিডিও ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।  মামলার বিষয়ে ফেসবুক বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে ফেসবুক কতৃপক্ষ।  তবে ইউটিউবের পক্ষ থেকে এখনও কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু