ক্রিকেট মাঠে মৌমাছির আক্রমনে সমর্থক হাসপাতালে

ই-বার্তা ডেস্ক।।   মাঠে মৌমাছির আক্রমণ নতুন কোনো ঘটনা নয়। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটেও ঘটেছে এমন ঘটনা। তবে এবার মৌমাছির আক্রমণে বেশ কয়েকজন সমর্থককে যেতে হয়েছে হাসপাতালে।ভারত ‘এ’ দল ও ইংল্যান্ড লায়ন্স দলের মধ্যকার ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া চারদিনের ম্যাচের তৃতীয় দিন ঘটে এই ঘটনা।

এই ঘটনায় ১৫ মিনিট বন্ধ থাকে খেলা।যদিও মাঠ পর্যন্ত আসেনি মৌমাছি। তাই ক্রিকেটারদের কোনো ক্ষতি হয়নি।

ম্যাচের ২৮ ওভার চলাকালীন হঠাৎ গ্যালারিজুড়ে ছড়িয়ে পড়ে মৌমাছি। ভীত হয়ে দর্শক-সমর্থকরা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। কেউ কেউ পড়ে গিয়ে আহত হন। কেউ কেউ মৌমাছি লক্ষ্য করে ঢিল, জুতো এটাসেটা ছুঁড়তে থাকেন। এতেও কয়েকজন আঘাত পান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামেন নিরাপত্তাকর্মীরা। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।

উল্লেখ্য, এমন ঘটনা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার ক্রিকেটব মাঠে এমনকি ফুটবল, বেসবল, রাগবির মতো একাধিক খেলার সময় মৌমাছির হানায় খেলোয়াড় ও দর্শকদের আহত হওয়ার ঘটনা ঘটেছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান