ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের দেশছাড়া করা হবেঃ বিজেপির সভাপতি

ই-বার্তা ডেস্ক ।।  ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, এবার ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে থেকে খুঁজে খুঁজে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে।

বাংলাদেশিদের খুঁজে বের করতে আসামের মতো পশ্চিমবঙ্গ রাজ্যেও চালু করা হবে ‘জাতীয় নাগরিক নিবন্ধন’ (এনআরসি)। তবে হিন্দু ও বৌদ্ধদের সুরক্ষা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘এনআরসি জনগণের প্রতি আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। হিন্দু ও বৌদ্ধ শরণার্থীদের কোনো ভয় নেই। তাদের দেশছাড়ার দরকার হবে না। তারা যাতে এখানে মর্যাদার সঙ্গে থাকতে পারে আমরা তা নিশ্চিত করব।’

শুক্রবার পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন অমিত। শুরুতেই দলের সেই পুরনো হিন্দুত্ববাদকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেন তিনি।

আগামী ১১ এপ্রিল ভারতে লোকসভা নির্বাচন। ভোটারদের আকৃষ্ট করতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া