ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন বিএনপির আইনজীবীরা : কাদের

ই- বার্তা ডেস্ক।।   জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিএনপিপন্থী আইনজীবীদের হইচই-হট্টগোলের প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, ‘তারা যে উশৃঙ্খল ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, তা ক্ষমার অযোগ্য। খালেদা জিয়ার মামলা যদি রাজনৈতিক মামলা হতো তাহলে বিবেচনা করা যেত। কিন্তু চুরির মামলায় আমাদের কোনো হাত নেই।’

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দলের দফতর উপ-কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

কাদের বলেন, ‘আদালত প্রাঙ্গণে বিএনপি যে রণাঙ্গন পরিস্থিতি সৃষ্টি করেছে, তা অত্যন্ত লজ্জাকর। প্রধান বিচারপতি পর্যন্ত বলেছেন, বাড়াবাড়ির একটা সীমা আছে। তারা সকল সীমা লঙ্ঘন করেছে।’

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেতারাই তো একে অপরকে মানে না। তারা ঐক্যবদ্ধ নয়। খালেদা জিয়ার মুক্তি নিয়ে একেক নেতা একেক কথা বলে। প্রধানমন্ত্রী যখন কথা বলেন, তখন উনি ভেবে চিন্তে বলেন। প্রধানমন্ত্রী রাজনৈতিক বক্তৃতা দিলে আদালত অবমাননা হবে এমন বক্তব্য উনি কখনো দেবেন না। এ মামলাটি রাজনৈতিক নয় এবং রাজনৈতিকভাবেও এটা সমাধান করা সম্ভব নয়। এটা চুরির মামলা। এ মামলায় খালেদা জিয়ার জামিন সম্পূর্ণ আদালতের এখতিয়ার।’

আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে দুই শীর্ষ পদে (সভাপতি ও সাধারণ সম্পাদক) কোনো পরিবর্তন আসছে কি-না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘একটা পদে কোনো পরিবর্তন আসবে না। সেটা হচ্ছে, আমাদের পার্টির সভাপতি। আমাদের সভাপতি শেখ হাসিনা। তিনি ছাড়া আমরা কেউই দলের জন্য অপরিহার্য না। তিনি এখনও আমাদের জন্য প্রাসঙ্গিক, অপরিহার্য। তৃণমূল পর্যন্ত সবাই তার নেতৃত্বে ঐক্যবদ্ধ।’