ক্ষমা চাইলেও বিচার কাজ বন্ধ হবে নাঃ কাদের

ই-বার্তা ডেস্ক।।  আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,  মুক্তিযুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকায় ক্ষমা চাওয়ার পর মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ হবে না।

কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্যে জামায়াতের ক্ষমা চাওয়ার বিষয়টি এখনো গুজব।  ক্ষমা চাওয়ার পরও মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ হবে না।’

বেশ কয়েকদিন ধরেই মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামীর ভূমিকা নিয়ে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়। জামায়াতের তরুণ নেতারা দলীয় ফোরামে যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে তাদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা বলছেন।  তারা মুক্তিযুদ্ধের সময়ে জামায়াতের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রস্তাবও দিয়েছেন। 

গতকাল শুক্রবার দলটির অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দল থেকে পদত্যাগ করে।  এতে তাদের ভেতরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।  জানা যায়, শুধু রাজ্জাকই নন, অনেক নেতাই এই দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে  দল ছেড়ে দেবেন। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু