কয়লা চুরি বিএনপিই শুরু করেছিল: হাছান

ই-বার্তা।।  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বড়পুকুরিয়ায় কয়লা চুরি শুরু করেছিল বিএনপি, আর বর্তমান সরকার সেই চুরি চিহ্নিত করেছে।শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন হাছান মাহমুদ।

 

এসময় তিনি আরো বলেন, ‘বিএনপি কোনো ইস্যু না পেয়ে খড়কুটো ধরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। কয়লা খনি নিয়ে আজ বিএনপি অনেক কথা বলছে। ২০০৫ সাল থেকে কয়লা চুরি শুরু হয়। বড়পুকুরিয়ার কয়লা চুরি শুরু করে বিএনপি। ২০০৭-০৮ সালেও তাদের পছন্দের সরকার ছিল। আজ সরকার চোর ধরেছে। তদন্ত হচ্ছে। ২০০৫ সালে চুরির সঙ্গে কারা জড়িত ছিল তাও বেরিয়ে আসবে।’

 

বড়পুকুরিয়ায় কয়লা চুরির ঘটনায় দুদকের তদন্ত আইওয়াশ বলে অ্যাখ্য করেছেন রিজভী। তার উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, ‘যেই দলের নেতা এতিমের টাকা মেরে জেল খাটছেন, বিদেশের আদালত যে দলকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিচ্ছে, তাদের আবার বড় গলা! থুথু ওপরে ফেললে নিজের গায়েই পড়ে।’তিনি আরো বলেন, ‘আজ খবর বেরিয়েছে বিএনপির তৃণমূলের নেতাদের ঢাকায় ডাক পড়ছে। আমার প্রশ্ন তাদের প্রতি কি তৃণমূলের আস্থা আছে, যেই দলের নেতারা কর্মীদের মাঠে রেখে পালিয়ে যায়? বিএনপির প্রতি আমার অনুরোধ আপনারা সন্ত্রাসী, ভাঙচুর ও পেট্রোল বোমার কর্মসূচি না দিয়ে নির্বাচনী কর্মসূচি দিন।’