খালেদার জিয়ার জামিন নামঞ্জুর

রাজনীতি ডেস্ক ।।  নড়াইলে দায়ের মানহানি মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার নড়াইল সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ এ আদেশ দেন।আদালতে নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে বেগম খালেদা জিয়া স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বির্তক আছে বলে মন্তব্য করেন।এছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে (বঙ্গবন্ধু) ইঙ্গিত করে তিনি বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি।’তার এই বক্তব্য বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়। এতে ক্ষুব্ধ হয়ে নড়াইলের কালিয়ার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে সদর আমলি আদালতে মামলা দায়ের করেন।

 

আদালত ২০১৬ সালের ২৩ আগস্ট খালেদা জিয়াকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। নির্ধারিত সময়ে খালেদা জিয়া আদালতে হাজিরা না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।এরপর চলতি বছরের ৫ জুন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর জেলা ও দায়রা জজ আদালত শুনানি করে। তবে তার জামিন নামঞ্জুর করা হয়।পরে ২৬ জুন আবার সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক ২ জুলাই জামিন আবেদনের শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন।

 

 

 

ই-বার্তা ।। ডেস্ক