খালেদার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি স্বজনরা

ই-বার্তা ডেস্ক।। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করেছেন তার পরিবারের আত্মীয়-স্বজনেরা। তবে গত ২৪ নভেম্বর সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করলেও এখনো তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার পরিবারের সদস্যরা।

খালেদার মেডিকেল রিপোর্ট চান আপিল বিভাগ
গত ২৪ নভেম্বর কারা মহাপরিদর্শক ও কেন্দ্রীয় কারাগারের জেল সুপার বরাবর এ আবেদন করেন খালেদা জিয়ার আত্মীয়-স্বজনেরা। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দিদার জানান, গত ২৪ নভেম্বর সাক্ষাতের জন্য আবেদন করলেও ম্যাডামের সঙ্গে সাক্ষাতের অনুমতি এখন পর্যন্ত দেওয়া হয়নি। ম্যাডামকে নিয়ে তার পরিবারের সদস্যররা উদ্বিগ্ন এবং তারা সব সময় উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন পার করছেন।

সাক্ষাৎ প্রার্থীরা হলেন- বোন সেলিমা ইসলাম, ভগ্নিপতি রফিকুল ইসলাম, ভাই শামীম ইস্কান্দার, ভাবী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি শাহিনা জামান খান।

সর্বশেষ গত ১৩ নভেম্বর খালেদা জিয়ার পরিবারে কয়েকজন আত্মীয়-স্বজন তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।