খালেদা জিয়াকে জেলে রেখে যারা শপথ নিয়েছেন তারা গণদুশমন

ই-বার্তা ডেস্ক।।  ‘দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে খালেদা জিয়াকে কারাগারে রেখে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তারা গণদুশমন।’ এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।  বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও–৩ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কে শপথ নিলেন আর কোথায় শপথ নিলেন সেটা বিষয় না।  দেশের জনগণ ভোট দিতে পারেন নাই, এটা তো আমার কথা না, এটা দেশের জনগণের কথা।  সুতরাং দলের সিদ্ধান্ত ছাড়া নেত্রীকে জেলে রেখে কেউ যদি শপথ নেয় তাহলে তারা জাতীয়তাবাদী শক্তির পক্ষে থাকতে পারে না, তারা হলো গণদুশমন।  জনগণই সময় মতো তাদের বিচার করবে। সেটার জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘দলীয় সিদ্ধান্ত- আমরা পার্লামেন্টে যাব না।  যে দলের সিদ্ধান্ত অমান্য করবে সে দলের লোক হবে না।  এই সহজ কথাটা আপনারা বুঝে নেন, এতে আমরা ক্লান্ত নই, ভীতও নই।এ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘গণমাধ্যম বিরোধী আইন বাতিল, সাংবাদিক হত্যার বিচার, বন্ধ গণমাধ্যম খুলে দেয়া ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি’র দাবিতে এই মানববন্ধন হয়। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু