খালেদা জিয়ার জামিন বৃদ্ধি করেছে আদালত

ই-বার্তা ডেস্ক।।  ঢাকা ও নড়াইলে করা মানহানির দুই মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আরো এক বছর বৃদ্ধি করেছে আদালত।  আজ বিচারপতি আ: হাফিজ ও বিচারপতি মুহিউদ্দিন শামীমের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার পক্ষে করা আবেদন গ্রহণ শেষে এই রায় দেন। 

ঢাকার মামলাটি করেছিলেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।  আর নড়াইলের মামলাটি করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।  মামলাগুলোতে এর আগে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন বেগম জিয়া।

মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর একটি মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়।  এ মামলায় গত বছরের ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট।

অপরটি, ২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকীর করা মামলায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত গতবছরের ৭ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু