খুঁজে পাওয়া মরদেহটি সালার

ই-বার্তা ডেস্ক।।   বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ডরসেট পুলিশ জানিয়েছে খুঁজে পাওয়া গেছে কার্ডিফ সিটির আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার মরদেহ।

ইভেট প্লেনের উদ্ধারকৃত ধ্বংসাবশেষ থেকে একটি মরদেহ উদ্ধার করা হলেও পুলিশ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। প্লেনে সালা ও প্লেনের পাইলট ডেভিড ইবোটসন ছাড়া আর কেউ ছিলেন না। তাই খুঁজে পাওয়া মরোদেহটি সালার বলেই নিশ্চিত করে ডরসেট পুলিশ।

উল্লেখ্য, ফ্রান্সের ক্লাব নঁতের হয়ে চার মৌসুম খেলা ২৮ বছর বয়সী এমিলিয়ানো সালা সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটিতে খেলতে চুক্তিবদ্ধ হন। সেজন্য নঁতে থেকে ওই প্লেনে চেপে গত ২১ জানুয়ারি সন্ধ্যায় ওয়েলসের রাজধানী কার্ডিফের উদ্দেশে উড়াল দেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রায় ৫ হাজার ফুট উচ্চতা দিয়ে গার্নসি (ফ্রান্স উপকূলবর্তী একটি দ্বীপ) অতিক্রম করার সময়ই প্লেনটি নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে।

ই-বার্তা/ মাহারুশ হাসান