গণভবনে প্রবেশের সুযোগ পাননি যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক

ই-বার্তা ডেস্ক।। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশের সুযোগ পাননি আওয়ামী যুবলীগের প্রভাবশালী চার কেন্দ্রীয় নেতা। এই চার নেতার প্রথমেই রয়েছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। গণভবনে প্রবেশের ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা।

রবিবার বিকেল ৫টায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুবলীগ নেতাদের বৈঠকে ডাকেন। যুবলীগ নেতারা গণভবনে আসতে শুরু করলেও দেখা যায়নি যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, নুরুন্নবী চৌধুরী শাওন ও আতিউর রহমান দিপুকে।

সংগঠনের নেতারা জানান, যুবলীগের চার নেতা বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় তাদের বৈঠকে ডাকা হয়নি। তারা আগামীতে যুবলীগের কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবেন না। সংগঠনের জাতীয় কংগ্রেসেও তাদের সম্পৃক্ততা থাকবে না।