গণেশ বিসর্জন দিতে গিয়ে প্রাণ হারিয়েছে ১১ জন

ই-বার্তা ডেস্ক।।  ভারতের ভোপালের একটি নদীতে সনাতন ধর্মীয় দেবতা গনেশ বিসর্জন দিতে গিয়ে নৌকাডুবির ঘটনায় ১১ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। 

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি আরও জানায়, বৃহস্পতিবার ভোপালের খাটলাপুরা ঘাটে দুটি নৌকাকে একসঙ্গে করে তার ওপর গনেশের বিশালাকার মূর্তি ও সয়্গে অন্যান্য জিনিস তুলে দেয়া হয়। কিন্তু নৌকা দুটি অত ওজন নিতে পারেনি। নদীতে মাঝপথেই নৌকা দুটি ডুবে যায়।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  পুলিশ আরও জানায়, গণেশ বিসর্জন দিতে গিয়ে লাইফজ্যাকেট পরেননি নৌকার কোনো যাত্রী। তাই এত লোকের প্রাণহানি হয়েছে।

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকাডুবির ঘটনা ভারতে এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন জায়গায় এভাবে প্রতিমা বিসর্জনের সময় নৌকা উল্টে বড় দুর্ঘটনা ঘটেছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু