গাইবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ পুলিশসহ ‘ডাকাত’ আহত

ই- বার্তা ডেস্ক।।   গাইবান্ধার ‘বন্দুকযুদ্ধে’ পুলিশসহ ‘ডাকাত’ আহতপলাশবাড়ী উপজেলার সাকোয়া এলাকায় রবিবার ভোরে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ডাকাত আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বন্দুকযুদ্ধে আহত আলাউদ্দিন ওরফে আলাল (৫৫) সাত্তারপাড়া গ্রামের নাজর রহমানের ছেলে।

পুলিশের দাবি, তার বিরুদ্ধে ছিনতাই ও মাদকসহ ১২টি মামলা রয়েছে।

জেলার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, শনিবার রাতে পুলিশ আলালকে তার বাসা থেকে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে আলালের সাথে পুলিশের একটি দল রাত সাড়ে ১২টার দিকে সাতারপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার করতে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে আলালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। একপর্যায়ে আলাল পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ সুপারের দাবি, এ সময় দুই পুলিশ কনস্টেবল নজরুল ও রবিউল আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে এক হাজার ইয়াবা বড়ি এবং তিনটি ধারাল অস্ত্র উদ্ধার করেছে বলে জানান তিনি।