গাজীপুরে পারিবারিক কলহের জেরে তরুণীকে শ্বাসরোধে হত্যা!

ই- বার্তা ডেস্ক।।   গাজীপুরের সদর থানায় পারিবারিক কলহের জেরে লুনা আক্তার নামে এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনয় দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিটি করপোরেশনের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লুনা আক্তার লালমনিরহাটের পাঁচগ্রাম থানার নবীর উদ্দিনের মেয়ে। তিনি রাজেন্দ্রপুরের বিকেবাড়ি এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন। সেখানকার স্থানীয় পারটেক্স গ্রুপের আরসি কোলা কারখানায় কাজ করতেন তিনি।

আটক ব্যক্তিরা হলেন-নিহতের মামাতো ভাই রবিউল ও মামী আকলিমা।

পুলিশ ও স্থানীয় সুত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পারিবারিক কলহের জের ধরে লুনাকে তার মামী ও মামাতো ভাই মারধর করে। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশে জঙ্গলে ফেলে দেয়। স্থানীয়রা সকালে জঙ্গলে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ সফি জানান, লুনা আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।