গির্জা ও দোকানে হামলায় নিহত ১১

ই-বার্তা।।  মিশরের রাজধানী কায়রোর পাশে একটি কপটিক অর্থোডক্স চার্চ ও একজন খ্রিষ্টান মালিকের দোকানে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গির্জার কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে। হামলাকারীকে গ্রেপ্তার করেছে মিশরীয় পুলিশ।

নিজেদের আমাক নিউজে প্রকাশিত এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে এর পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা।

৭ জানুয়ারি কপটিক খ্রিষ্টানদের বড়দিন উদযাপন উপলক্ষে গির্জায় গিজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। বড় বড় গির্জা ঘিরে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে মিশরে প্রধান সংখ্যালঘু খ্রিষ্টানদের ওপর বেশ কিছু হামলার দায় স্বীকার করে আইএস। এপ্রিল মাসে পাম সানডেতে দুটি বোমা হামলা।

২০১৬ সালের ডিসেম্বর মাসে কায়রোর সর্ববৃহৎ কপটিক ক্যাথেড্রালে হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠীটি। কপটিক ক্যাথেড্রালে হামলায় ২৮ জন নিহত হয়।