‘গুজবের বিরুদ্ধে গণমাধ্যমের সহযোগিতা চান তথ্যমন্ত্রী’

ই- বার্তা ডেস্ক।।   গণমাধ্যম নয় সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। তাই তথ্যমন্ত্রী হাছান মাহমুদ গুজবের বিরুদ্ধে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন ।

আজ বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে গুজব নিরসন-সংক্রান্ত কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘গণমাধ্যম নয় সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে। সুতরাং এর বিরুদ্ধে সবার সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। সেজন্য গুজবের বিরুদ্ধে গণমাধ্যমের সহযোগিতা চাই। সামাজিক মাধ্যমে কেউ মিথ্যা পোস্ট দিলে সেখানেই তার বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে। তাহলে সঙ্গে সঙ্গেই গুজব নিরসন সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি যারা গুজব ছড়াচ্ছে, বিশেষ করে যারা প্রাণঘাতী গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে শাস্তির মাত্রাটা বেশি হওয়া প্রয়োজন। দেশবাসীর সহযোগিতায় সম্প্রতি অনেক গুজব নিরসন সম্ভব হয়েছে। ভবিষ্যতে কেউ গুজব ছড়ালে তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এ ব্যাপরে ইউকে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলেছি। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের যারা সার্ভিস প্রোভাইডার তাদেরও দায়বদ্ধতা রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইন এবং নীতিমালা (পশ্চিমা বিশ্ব) রয়েছে। আমরাও বিষয়টি নিয়ে চিন্তা করছি। যেমন- ফেসবুকের মাধ্যমে কেউ গুজব ছড়ালে সেক্ষেত্রে ফেসবুকেরও দায়বদ্ধতা রয়েছে। এসব গুজব নিরসনে ফেসুবককেও সম্পৃক্ত করতে চাই। ইউরোপ-আমেরিকা এগুলো নিরসনে যেভাবে কাজ করছে আমরাও সেভাবে কাজ করতে চাই।’