গুরুত্বপূর্ণ ম্যাচে কোম্পানির গোলে জয় পেয়েছে সিটি

ই-বার্তা ডেস্ক।।  আগামী ১২ মে মঞ্চস্থ হবে প্রিমিয়ার লিগ নাটকের শেষ দৃশ্য।  সেদিন রাত ৮টায় শিরোপা দৌড়ে থাকা দুই দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।  সেই ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ম্যানসিটি জয় পেলে দলটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলবে।  আর হেরে গেলে বা ড্র করলে এবং ওলভসের বিপক্ষে লিভারপুল জিতলে ৩৯ বছর পর লিগ শিরোপার ঘরে তুলবে অলরেডরা। 

শিরোপার পথে ম্যানসিটির জন্য বড় একটা বাঁধা ছিল লেস্টার সিটি।  সোমবার রাতে ভিনসেন্ট কোম্পানির একমাত্র গোলে সেই বাঁধা অল্পের জন্য পার হয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।  মাঠের খেলায় ফিনিশিং বাদে কোনো জায়গায় কমতি ছিল না সিটিজেনদের।  যার ফলে কাঙ্খিত গোলের জন্য ৭০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের।  সিটির বেলজিয়ান ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানির নেওয়া বুলেট শট জালে জড়ালে এগিয়ে যায় গার্দিওয়ালার শিষ্যরা।   

বাকি সময়ে এই লেস্টার সিটি গোল শোধ করতে না পারায় পূর্ণ পয়েন্ট নিয়ে স্বস্তিতেই মাঠ ছাড়ে ম্যানসিটি।

শেষ ম্যাচের আগে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানসিটি।  অপরদিকে এক পয়েন্ট কম নিয়ে তাদের পেছনে লিভারপুল।  এখন শ্বাসরুদ্ধকর শেষ ম্যাচটির উপর নির্ভর করছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন রাজত্ব কার হাতে যাবে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু