গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি

ই-বার্তা ডেস্ক ।।  নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

 

শিরোপা জয়ের আশা টিকিয়ে রাখতে জয়ের কোন বিকল্প ছিল না ম্যানচেস্টার সিটির সামনে।আর যদি প্রতিপক্ষ হিসেবে থাকে টানা ২০ ম্যাচ অপরাজিত থাকা লিভারপুল তখন সেই কাজটা একটু কঠিনই হয়ে যায়। কিন্তু সার্জিও অ্যাগুয়েরা এবং লরিও সানের গোলে কাজটা ভালোই করে দেখিয়েছে গার্দিওলার শিষ্যরা।

 

ইতিহাদ স্টেডিয়ামে আক্রমনাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল দু’দল। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে বেশ কয়েকবার লিভারপুলের গোলপোস্টে আক্রমন করলেও গোলের দেখা পাচ্ছিলো না ম্যানচেস্টার সিটি। উল্টো ১৭ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে জন স্টোনসের শর্ট ম্যানচেস্টার সিটির গোলকিপার এডারসনের মাথায় লেগে বল গোল লাইন অতিক্রম করার ইঞ্চি খানেক আগে থেকে আবারও বল ক্লিয়ার করে দারুণ এক সেভ করে স্টোনস।

 

সে যাত্রায় রক্ষা পাওয়া ম্যানচেস্টার সিটি প্রথমার্ধের শেষদিকে ৪০ মিনিটে আর্জেনটাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরার গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে ৬৪ মিনিটে রবার্তো ফিরমিনো গোল করলে ১-১ সমতায় ফেরে ইয়োর্গন ক্লপের শিষ্যরা।কিন্তু বেশিক্ষণ সেই সমতা ধরে রাখতে পারেনি তারা। ৭২ মিনিটে লরিও সানের দারুন এক গোলে আাবরও ২-১ গোলে এগিয়ে যায় ম্যাচেস্টার সিটি। বাকি সময় দু’দল বেশকিছু সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে নির্দিষ্ট সময়ের খেলা শেষে ২-১ ব্যবধানে জয় লাভ করে ম্যানচেস্টার সিটি।

 

এই জয়ের ফলে ২১ ম্যাচ শেষে শীর্ষে থাকা লিভারপুলের সাথে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৪। সমানসংখ্যক ম্যাচে লিভারপুল ৫৪, ম্যানচেস্টার সিটি ৫০ এবং টটেনহ্যাম হটস্পার ৪৮।

 

 

 

 

মোঃ সালাউদ্দিন সাজু