গুয়াইদোর বিচার প্রস্তাব সাংবিধানিক পরিষদে পাস

ই-বার্তা ডেস্ক।।  রাজনৈতিক নানা অস্থিরতার মধ্যে সময় পাড় করছে ভেনিজুয়েলা।  অস্থিরতা আরো বাড়িয়ে দিয়েছে হুয়ান গুয়াইদো প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণা করে।  এবার তার বিচার শুরুর প্রস্তাব দেশটির সাংবিধানিক পরিষদে পাস হয়েছে।

এর আগে সুপ্রিম কোর্ট গুয়াইদোর দায়মুক্তি বাতিল করার নির্দেশনা দিয়েছিল।  এর ফলে যেকোন অপরাধে তার বিচার করা যাবে।  ভ্রমণ নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় তাকে বিচারের মুখোমুখি করা হবে। 

সাংবিধানিক পরিষদে সবাই প্রেসিডেন্ট মাদুরোর সমর্থক।  গুয়াইদো এই প্রস্তাব পাসকে ‘অবৈধ’ উল্লেখ করেছেন।  তবে ইতোমধ্যে সুপ্রিম কোর্ট সরকারি কাজে গুয়াইদোকে ১৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে। 

এদিকে ভেনিজুয়েলায় বিদ্যুৎমন্ত্রী পদে পরিবর্তন আনা হয়েছে।  একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে মন্ত্রী করা হয়েছে।  দেশটি বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পরায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু